সিলেট ও চট্রগ্রামের ম্যাচে ফিল্ডিংয়ের সময় পায়ে আঘাত পান তিনি। চট্রগ্রামের ইনিংসের দশম ওভারে অলক কাপালির বলে মোসাদ্দেক হোসেন লং অন বাউন্ডারি ছাড়া করেন।
বাউন্ডারি লাইনে থাকা তাসকিন বল থামাতে গিয়ে বাউন্ডারি কুশনে ডান পা দিয়ে চোট পান। এরপর তাঁকে এক্সরে করানোর জন্য মাঠ থেকে সরাসরি মিরপুরের ডিজি ল্যাব হাসপাতালে নিয়ে যাওয়া হয়।