ব্রেকিং নিউজ

বছরের শুরুতে আবারও দুঃসংবাদ

গত বছরের ফেব্রুয়ারিতে পায়ে চোট পেয়েছিলেন। চোটটা ভয় ধরিয়ে দিয়েছিল। নেইমার রাশিয়া বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়েই জেগেছিল সংশয়। শেষপর্যন্ত শঙ্কা উড়িয়ে দিয়ে ব্রাজিলের বিশ্বকাপযাত্রায় সঙ্গী হন পিএসজি সুপারস্টার। চোটের জড়তা কাটিয়ে উঠতে বিশ্বকাপের মধ্যেই একটু সময় লেগেছিল। গত বছরের মতো এ বছরও নেইমারের শুরুটা হতে যাচ্ছে ইনজুরিকে সঙ্গী করে। আবারো ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়।

বুধবার গুরুতর চোট পেয়েছেন নেইমার। ধারণা করা হচ্ছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। কোপা দ্য ফ্রান্সের ম্যাচের ৬০ মিনিটে স্ট্রাসবুর্গ মিডফিল্ডার মোয়াতাজ জেমজেমির ধাক্কায় মাটিতে পড়ে যান নেইমার। চোট পান অ্যাঙ্কেলে; পুরনো চোটে নতুন আঘাত পেলেন তিনি। তবে প্রাণভোমরার চোটে পড়ার পরও স্ট্রাসবুর্গ ২-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল দুটি করেছেন এডিনসন কাভানি ও ডি মারিয়া।

ম্যাচ শেষে নেইমারের চোট নিয়ে পিএসজি কোচ টমাস টুখেল বলেছেন, ‘বিষয়টি আসলেই জটিল। সে (নেইমার) আগের চোটের জায়গাতেই চোট পেয়েছে। সে (নেইমার) এখন হাসপাতালে আছে, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।’

হঠাৎ করে নেইমারের চোটে পড়ায় বেশ দুশ্চিন্তায় পড়েছেন পিএসজি কোচ। আগামী মাসের মাঝামাঝিতে যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে পিএসজি। নেইমার ওই ম্যাচের আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। সংশয় চলছে মাঝ মাঠের ভরসা মার্কো ভেরত্তিকে নিয়েও। চোট নিয়ে যে তিনিও মাঠের বাইরে আছেন। দুই ‍বিভাগের দুই তারকার ইনজুরিতে হঠাৎ দুশ্চিন্তাতেই পড়ে গেল পিএসজি!

Leave a Reply