দীর্ঘ ৬ মাস নিষেধাজ্ঞার আগেই জাতীয় দলে ফিরছেন টাইগার ডেসিং ক্রিকেটার সাব্বির রহমান। বিশ্বকাপ আর নিউজিল্যান্ড সিরিজের বিবেচনায় নিষেধাজ্ঞা তুলে নিয়ে মাস খানেক আগেই দলে নেওয়া হয়েছে তাকে।
গতকাল বুধবার নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ দল। যেখানে ১৫ জনের স্কোয়াডে আছে সাব্বির রহমানের নাম।
প্রধান নির্বাচক মিনজাহুল আবেদিন নান্নু বলেছিলেন টাইগার দলপতি মাশরাফির জোড়ালে আবেদনের ভিত্তিতেই সাব্বিরকে দলে নেওয়া। এছাড়া নির্বাচকমণ্ডলীরাও সাব্বিরকে নিয়ে ভেবেচিন্তেই্ এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাব্বিরকে দলে নেওয়ার কারণ হিসেবে আজ মুখ খুলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি।
মাশরাফির মতে, বাংলাদেশ দলে মিডল অর্ডারের ব্যাটসম্যানদের মধ্যে সাব্বির, মাহমুদউল্লাহ, মিঠুন পেস বলে ভালো ব্যাটিং করে। আর লো অর্ডারের ব্যাটসম্যানদের পেস বোলিংটাই বেশি মোকাবেলা করতে হয়। সাব্বিরকে দলে নেওয়ার এই একটা কারণ মনে হয়েছে আমার কাছে।
অন্যদিকে সাব্বির কিন্তু লেগ স্পিন বল করতে পারে। ওকে যদি আপনি আগামী ৬ মাস সময় দিয়ে বলেন তার লেগ স্পিন বোলিংয়ে মনোযোগী হতে। যে যদি ম্যাচে ৪-৫ ওভার লেগ স্পিন বল করে দিতে পারে সেটা কিন্তু খুবই ভালো দিক হবে আমাদের জন্য।
আর সবশেষ ওকে অবশ্যই সামাজিক হতে হবে। দেশের জন্য যা ভালো সেটাই করতে হবে।