চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর দিয়েই পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। এবারের আসরে চিটাগং ভাইকিংসে নাম লেখান তিনি। কিন্তু ভাইকিংসের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন তিনি। এরপর আগে একাদশে জায়গা পাননি আশরাফুল।
বিপিএলে সেঞ্চুরি করা আশরাফুল এ আসরে চিটাগংয়ের হয়ে প্রথম ম্যাচে ৩ রান ও দ্বিতীয় ম্যাচে ২২ রান করেছিলেন। এরপর আর একাদশে সুযোগ পাননি তিনি। আর একাদশে সুযোগ না পেয়ে নিজেকে দুর্ভাগাই ভাবছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটু দুর্ভাগা তো বটেই। পাঁচ বছর পর এখানে এসেছিলাম, এটা একটা বড় প্লাটফর্ম। আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি, দ্বিতীয় ম্যাচ পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না।’
তিনি আরো বলেন, ‘প্রতিযোগিতা তো সবসময়ই ছিল। আগেও ছিল এখনও। ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় ১৮০ জন ক্রিকেটার খেলি। আর বিপিএলে আমাদের প্রতি দলে নেয় ১২ জন করে। আর খেলার সুযোগ পায় ৭ জন করে। এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে। তারপরও অপেক্ষা করছি, যদি একটা সুযোগ পাই। ব্যাটিং খারাপ হচ্ছে না। কারণ শেষ যে ম্যাচে খেলেছি ব্যাটিং খারাপ হয়নি, কিন্তু পরিস্থিতির কারণে এখন খেলতে পারছি না।’