সিলেট পর্ব শেষে বিপিএল আবারও ফিরেছে ঢাকায়। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস আর কুমিল্লা ভিক্টোরিয়ানস।কুমিল্লার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে কিংস ব্যাটসম্যানরাও ইঙ্গিত দেয় কম রানের ম্যাচের। কিন্তু ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স আর রায়ান টেন ডেসকাটে দুজনেই খেলেন দুর্দান্ত দুটি ইনিংস।মাত্র ৬২ বলে ইভান্স করেন ১০৪ রান! এটি এবারের বিপিএলের প্রথম শতক। দীর্ঘ ২২ ম্যাচ পর বিপিএল দেখল শত রানের ইনিংস। রাস্তা তো খুলল শতকের! হোক সে অখ্যাত লরি ইভান্স।
বিপিএল ইতিহাস থেকে এখন পর্যন্ত এসেছে ১৩টি শতক। যেখানে এগিয়ে বিদেশি ব্যাটসম্যানরাই। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে আসে ৪টি শতক। আসরের প্রথম ম্যাচেই বরিশাল বার্নার্সের হয়ে ১০১(৪৪)* রানের ইনিংস খেলেন ক্রিস গেইল। এছাড়া আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান ডুয়াইন স্মিথ করেন ১০৩(৭৩)*, আহমেদ সেহজাদ ১১৩(৪৯)* ও ক্রিস গেইল ১১৬(৬১)।
২০১৩ সালে দ্বিতীয় আসরে আসে তিনটি শতক। এই আসরেও ছিল গেইলের ৫১ বলে ১১৪ রানের ইনিংস। বিদেশিদের চাপিয়ে ওই আসরে দুই শতক আসে দেশীয়দের ব্যাটে। মোহাম্মদ আশরাফুল ১০৩(৫৮)* আর শাহারিয়ার নাফিস করেন ১০২(৬৯)* রান।
২০১৪ সাল বিরতি দিয়ে ২০১৫ সালে অনুষ্ঠিত হয় বিপিএলের তৃতীয় আসর। এই আসরে আসে মাত্র ১টি শতক। ক্যারিবীয় ব্যাটসম্যান এভিন লুইস করেন ৬৫ বলে অপরাজিত ১০১ রান।
২০১৬ সালের আসরেও মাত্র একটা শতক আসে। যদিও সেটি কোনও বিদেশি খেলোয়াড় নন। রাজশাহী কিংসের হয়ে সাব্বির রহমান খেলেন ৬১ বলে ১২২ রানের দুর্দান্ত ইনিংস।
এরপর ২০১৭ সালে যে তিনটটি শতক আসে তার দুটিই আসে ক্রিস গেইলের ব্যাটে। রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটানসের বিপক্ষে ৫১ বলে ১২৬* আর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে করেন ৬৯ বলে ১৪৬* রান। আরেকট শতক আসে আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লসের ব্যাটে ১০৫ (৬৩)*।