ব্রেকিং নিউজ

সিলেট সিক্সার্সের নতুন অধিনায়ক হচ্ছেন যিনি

বিপিএলের গত আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিয়েছিলেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। গত আসরে নিজেদের মাঠে বেশ ভালো শুরু করেছিল সিলেট। কিন্তু এরপর দল জয়ের ধারাবাহিকতায় ফিরতে পারেনি। দল ভালো করতে না পারলেও নাসিরের অধিনায়কত্বের প্রশংসিত ছিল।

তবে বিপিএলের এবারের আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কিন্তু ইনজুরির কারণে তিনিও অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এদিকে ইনজুরি কাটিয়ে দলে ফিরেও খুব একটা ভালো ফর্মে নেই নাসির। এবারের বিপিএলে এখন পর্যন্ত ২ ম্যাচে খেলে মাত্র ৪ রান করেছেন তিনি।

তার এমন পারফরম্যান্সে হতাশ টিম ম্যানেজম্যান্ট। যার ফলে এবারের সিলেট পর্বে দলের সঙ্গে ছিলেন না তিনি। তবে আজ সোমবার (২১ জানুয়ারি) থেকে বিপিএলের ঢাকা পর্ব শুরু। ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। যার ফলে ওয়ার্নারের পরিবর্তে সিলেটের নেতৃত্ব আবারো উঠতে পারে নাসিরের কাঁধে।

Leave a Reply