ব্রেকিং নিউজ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে একাদশ ঘোষণা করলো রাজশাহী কিংস

বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পয়েন্ট তালিকার তিনে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং পাঁচে থাকা রাজশাহী কিংস। তামিম ইকবাল এবং মিরাজের এই লড়াইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচের আগে বিপিএলে ৬টি ম্যাচ খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরমধ্যে তারা জিতেছে ৪টি। ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। রাজশাহী ৬ ম্যাচ খেলেছে জিতেছে ৩টি। আছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে।

সেরা চারে থাকার জন্য এখন প্রতিটা দলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ন। হেরে গেলেই চাপ বেড়ে যাবে। আর এমন ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ?

রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মার্শাল আইয়ুব, টেন ডোসকাটে, জাকির হাসান, ক্রিশ্চিয়ান জোনকার, সেক্কুগে প্রসন্না, ইসুরু উদানা, আরাফাত সানি, মুস্তাফিজ, কামরুল ইসলাম রাব্বি।

Leave a Reply