ব্রেকিং নিউজ

অবশেষে চিটাগাংয়ের একাদশে ফিরছেন আশরাফুল!

দীর্ঘ পাঁচ বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিরেছেন এক সময় বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ আশরাফুল। এবারের আসরে চিটাগাং ভাইকিংসের খেলছেন এই ব্যাটসম্যান। কিন্তু মাত্র দুটি ম্যাচ খেলেছে মোহাম্মদ আশরাফুল।

এদিকে বিপিএলে দারুন ছন্দে রয়েছে তারা চিটাগং ভাইকিংস। নিজেদের খেলা ৫ ম্যাচের মধ্যে ৪ টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে চিটাগাং ভাইকিংস। তবে দল দুর্দান্ত খেলল ও বিপিএলের প্রথম দুই ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে করেছিলেন ৩ রান। আর দ্বিতীয় ম্যাচ সিলেট সিক্সার্সের বিপক্ষে করেছিলেন ২২ রান। আর তারপর থেকে একাদশে তার বদলী হিসাবে সুযোগ পান তরুণ ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী। সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন ইয়াসির আলী। ৩ ম্যাচে করেছেন ৯৯ রান। এর মধ্যে গতকাল একটি হাফ সেঞ্চুরি ও করেছেন তিনি।

টানা তিন ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর ঢাকা ডায়নামাইটস এর বিপক্ষে একাদশে দেখা যেতে পারে আশরাফুলকে। ব্যাটিংয়ে শক্তিশালী ঢাকার সাথে কুমিল্লার ব্যাটিং গভীরতা বাড়াতেই একাদশে ফেরানো হচ্ছে আশরাফুলকে। তবে সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। এবারের মৌসুমের সবচেয়ে বাজে ফর্মে রয়েছেন সৈকত। ৫ ম্যাচে ৪ ইনিংসে মোসাদ্দেক করেছেন মাত্র ৩৩ রান। সর্বোচ্চ স্কোর ১২ রান।
অন্যদিকে বল হাতেও তেমন জ্বলে উঠতে পারেননি তিনি। তাই আজ ম্যাচে মোসাদ্দেক হোসেন এর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মোহাম্মদ আশরাফুলকে।

Leave a Reply