বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
আর এই অর্ধশতক করে বিপিএল এর সর্বোচ্চ হাফ সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম।
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তামিমের হাফ সেঞ্চুরির সংখ্যা ১৫ টি।
আজ মাত্র ৩২ বলে ৫২ রানের ইনিংস খেলেন মুশফিক। আর এই ফিফটির সাথে মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছে মারলন স্যামুয়েলস। মুশফিকর হাফসেঞ্চুরি সংখ্যা এখন ১০টি আর স্যামুয়েলসের ৯ টি।