ব্রেকিং নিউজ

একনজরে দেখেনিন ঢাকার দ্বিতীয় পর্বে বিপিএলের সময়সূচী

সিলেট পর্বের খেলা শেষ হয়েছে গতকাল শনিবার ১৯ জানুয়ারি। চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নেমেছে বিপিএলের সিলেট পর্ব। ওই ম্যাচে মাহমুদুউল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে হারিয়ে দিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস।

এদিকে সিলেট পর্ব শেষে একদিন বিরতি দিয়ে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্ব। আগামিকাল সোমবার ২১ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকার দ্বিতীয় পর্বের খেলা।

ঢাকার দ্বিতীয় পর্বে তিন দিনে মোট ৬টি ম্যাট অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস, বিকেলে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস; ২২ জানুয়ারি সকালে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স, বিকেলে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এরপর আগামী ২৩ জানুয়ারি সকালে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস, বিকেলে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স মুখোমুখি হবে।

বিপিএলের তৃতীয় ধাপ ও ঢাকা পর্বের দ্বিতীয় পর্বের খেলা শেষে চট্টগ্রামে শুরু হবে বিপিএলের চতুর্থ ধাপ। এর পর আগামি ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হওয়া বিপিএলের এ আসর চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল।

Leave a Reply