বিপিএলে শুক্রবারের সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে কুমিল্লা এবং খুলনা। এই ম্যাচ যে দুই দলের জন্যই সমান গূরত্বপূর্ন। প্রথম ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার ২য় স্থানে আছে কুমিল্লা। অপরপক্ষে ১ জয় নিয়ে সবার নিচে আছে খুলনা।
এই ম্যাচে নজর থাকবে যে দুইজনের উপর তা দেখে নিন এক নজরেঃ
মেহেদি হাসানঃ- কুমিল্লার এই স্পিনারের দুর্দান্ত বোলিংয়ে নিজেদের শেষ ম্যাচে দিশেহারা ব্যাটিং করেছে সিলেট। ২২ রান খরচায় চার উইকেট নিয়েছিলেন মেহেদি।
তাইজুল ইসলামঃ গত ম্যাচেই বল হাতে তান্ডব দেখিয়েছিলেন তিনি। আর এই ম্যাচে তিনি মুখিয়ে আছে নিজের ফর্মটা আবারো দেখানোর জন্য।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াডঃ- ইমরুল কায়েস (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়াউর রহমান, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, শোয়েব মালিক, স্টিভেন স্মিথ, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই ও আমের ইয়ামিন।
খুলনা টাইটান্স স্কোয়াডঃ- মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ আল-আমিন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, পল স্টার্লিং, ডেভিড ওয়াইজ ও ব্রেন্ডন টেইলর।