সবকিছু ঠিক থাকলে শনিবার রাইডার্স স্কোয়াডে এবি ডি ভিলিয়ার্স এর সাথে একাদশে দেখা যেতে পারে ১৬ বছরের তরুন লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদিকে। সে যে কেমন ঝাঁঝালো বোলার তা প্রমাণ করেছে আজকের রংপুরের প্যাকটিস সেসনে। মন জয় করে নিয়েছেন টম মুডির। তার সম্ভাবনা নিয়ে বলেছেন কোচ মুডিও। অনুশীলনের পর নতুন এই লেগ স্পিনারকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বেশ ইতিবাচক মনোভাবই দেখালেন, ‘আমার মনে হয় সে খেলার জন্য প্রস্তুত। দুজন ভালো স্পিনার থাকলেও আমরা খুব করেই একজন লেগ স্পিনার খুঁজছিলাম। সে অনুশীলনে সবাইকে মুগ্ধই করেছে।’
দলের স্পিন পরামর্শক, জাতীয় ক্রিকেট দলের সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকও মিনহাজুল আফ্রিদিকে নিয়ে দারুণ আশাবাদী। তিনি মনে করেন তাঁর ভেতর ‘কাঁপিয়ে দেওয়ার’ মতো প্রতিভাই আছে, ‘আমি ওকে যতদূর দেখেছি, সে প্রতিভাবান। সে খেলাটা বোঝে এবং নির্দেশনা অনুযায়ীই কাজ করে। হতে পারে সে নতুন এসেছে, কিন্তু আমার কাছে মনে হয় সে যদি খেলার সুযোগ পায়, তাহলে সেটি হবে বড় চমকই। ওর যে প্রতিভা আছে, রংপুরের হয়ে অভিষেক হলে এক বছরের মধ্যেই সে আতঙ্কে পরিণত হবে। আমি বিশ্বাস করি, আগামী একটা বছর যদি সে প্রচণ্ড পরিশ্রম করে, তাহলে সে বাংলাদেশ দলে সুযোগ পাবে।’
