বিপিএলে অংশ নিতে বাংলাদেশে আসছেন ইংলিশ অপেনার জেসন রয়। সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতাতে আজ রাতেই স্বদেশ ছাড়বেন তিনি। ইংলিশ ক্লাব সারে’র অফিসিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।
সবকিছু ঠিক থাকলে সিলেটের হয়ে বাকি সব ম্যাচই খেলবেন তিনি। এবারের বিপিএলে তিনি ৬ বিরতি ভেঙে খেলছেন। রয়ের শেষ বিপিএলে খেলা হয়েছিলো ২০১৩ সালে, চিটাগাং কিংসের হয়ে।
রয়ের আগে সকালে দেশে পা রেখেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ওয়েন পারনেল। এভাবে বিদেশী তারকাদের অন্তর্ভুক্তিতে আরে শক্তিশালী হলো সিলেট। এদিকে ২১ তারিখ ইনজুরির কারণে এবারের বিপিএল থেকে বিদায় নিবেন সিক্সার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
সিলেট স্কোয়াড :
লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, মেহেদি হাসান রানা, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ, সন্দীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ওয়েন পারনেল, জেসন রয়।