সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অল্প সময়ের মধ্যে নিজের অভিনয়ের দক্ষতায় দিয়ে বেশ শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। তরুণ নাট্যাভিনেত্রীদের মধ্যে তিনি নির্মাতা, দর্শকের মধ্যে আলোচনায় রয়েছে। বিশেষত গেল এক বছর যাবত নির্মাতারা তাকে নিয়ে নাটক নির্মাণে একটু বেশিই আগ্রহ দেখা গেছে।
ধারাবাহিকতায় দর্শকেরও তার অভিনীত নাটক দেখার প্রতি আগ্রহ বেড়েছে। বেশ কিছু জনপ্রিয় মিউজিক ভিডিওতেও দেখা গেছে এ গ্ল্যামার কন্যাকে। এবার সরাসরি দর্শকদের সঙ্গে আড্ডা দিবেন তিনি। দর্শকদের ফোনের অপেক্ষায় থাকবেনও।
কথা গুলো শুনে প্রথমে হয়তো বিশ্বাস হচ্ছে না! বিশ্বাস না হওয়ারই কথা। তবে এবার সত্যি দর্শকদের সঙ্গে কথা বলবেন তিনি। তবে একটি নির্দিষ্ট দিনে নির্ধারিত সময়ের মধ্যে ভক্তদের ফোন দিতে হবে। আর তার সঙ্গে এই কথা বলার সুযোগ করেন দিয়েছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট। তাহলে কবে, কখন, কিভাবে ফোন দিবেন?
আজ রাত ৮টায় যেকোনো বাংলালিংক নাম্বার থেকে ২২২৮৮ নাম্বারে কল করলেই কথা বলবেন তানজিন তিশা। এ কথা জানিয়েছেন তিশা নিজেই।
এ বিষয়ে তানজিন তিশা বলেন, বাংলালিংকের মাধ্যমে আপনাদের সবার সঙ্গে সরাসরি কথা বলার একটা দারুণ সুযোগ পেয়ে গিয়েছি। আজ ঠিক রাত আটটায়। বাংলালিংক স্টার জোনে আমি থাকবো সরাসরি আপনাদের সঙ্গে আড্ডা দিতে। বিষয়টি নিয়ে আমি খুবই এক্সসাইটেট। আপনি রেডিতো। আমি কিন্তু আপনাদের অপেক্ষায় থাকবো।