মোঃনূর-নবী শেখ,ধনবাড়ী ( টাঙ্গাইল) প্রতিনিধিঃ-সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০১২ খ্রিঃ পরবর্তী হালনাগাদকৃত নতুন ভোটার নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিস।
ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,২০১২ খ্রিঃ এর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী সময়ে ভোটার তালিকা অর্ন্তভূক্ত ভোটারদের মাঝে পেপার নেমিনেটিং জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে বলেন উপজেলা নির্বাচন অফিসার করুনা সিন্ধু চাকলাদার।
উল্লেখ, ধনবাড়ী উপজেলা একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত। ৮ কর্মদিবসের মাঝে পর্যায়ক্রমে পৌরসভা ও ইউপিতে এসব ভোটার কার্ড বিতরণ করা হবে।
জাতীয় পরিচয়পত্র বিতরণ ও স্থান,২০ জানুয়ারী,পৌর ভবন, ধনবাড়ী পৌরসভা। ২১ জানুয়ারী যদুনাথপুর ইউপি,২২ জানুয়ারী বানিয়াজান ইউপি,২৩ জানুয়ারী বীরতারা ইউপি,২৪ জানুয়ারী মুশুদ্দি ইউপি,২৭ জানুয়ারী বলিভদ্র ইউপি,২৮ জানুয়ারী পাইস্কা ইউপি এবং ২৯ জানুয়ারী ধোপাখালি ইউপিতে পেপার লেমিনেটিং জাতীয় পরিচয়পত্র বিতরণ হবে।
উল্লেখ্য, লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য ভোটারকে লেমিনেটিং করা জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার সময় নিবন্ধন স্লিপ/প্রাপ্তী রশিদ (ফরম-৫) দাখিল করতে হবে।”