আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব । রাজশাহী ও খুলনার ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিলেটের বিপিএলের। আর সন্ধ্যায় মাঠে নামবে স্বাগতিক দল সিলেট ও কুমিল্লা। এই ভেন্যুতে সর্বমোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আজ দুপুর ১.৩০ মিনিটে প্রথম ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা ও মিরাজ-মোস্তাফিজদের রাজশাহী কিংস।আর সন্ধ্যা ৬.৩০ মিনিটে স্বাগতিক সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ঢাকার প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস আর তলানিতে খুলনা টাইটান্স। টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে চিটাগং ভাইকিংস।
এদিকে দুইটি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে রংপুর, কুমিল্লা ও রাজশাহী আছে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পজিশনে।
অন্যদিকে একটি ম্যাচে জয়ের স্বাদ পেয়ে তালিকার ষষ্ঠস্থানে সিলেট সিক্সার্স। কোন ম্যাচ জিততে পারেনি খুলনা টাইটান্স।