২০১৭,১৩ জানুয়ারি সাকিব-মুশি করেন ৩৫৯ রানের পার্টনারশিপ। বিপক্ষ দলটি ছিল নিউজিল্যান্ড। এটি টাগারদের দলে টেস্টে যে কোন উইকেটে সব থেকে বড় রানের পার্টনারশিপ। পাশাপাশি গোটা বিশ্বে রানে চতুর্থ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ।
নিউজিল্যান্ডের বেসিন রিজার্ভ উপমহাদেশীয় দেশগুলির কাছে দুঃস্বপ্ন।ভারত,শ্রিলংকা, পাকিস্তানের মতো দেশগুলিও এখানে পাত্তা পায়নি। ট্রেন্ট বোল্ট, টিম সাউদির পেস এটাকে টপ অর্ডার ছিল নড়বড়ে। তবে,সাকিব-মুশির ছিল অবিচল। টেস্টে সাকিব ব্যাক্তিগত ইতিহাসে সেরা ব্যাটিং এবং বোলিং ফিগারে চতুর্থ।