মুফিজুর রহমান নাহিদ, সিলেট প্রতিনিধিঃআসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ অাওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান করতে চান যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমেদ শাহিন।
খালেদ আহমেদ শাহিন ক্লীন ইমেজের একজন সৎ, সুশিক্ষিত ও সর্বজন গ্রহনযোগ্য ব্যক্তি।বাংলাদেশ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মার্চ মাসে উপজেলা পরিষদের নির্বাচনী তফসীল ঘোষনা ও নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারনে সারা বাংলাদেশেই শুরু হয়েছে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন ও মনোনয়ন প্রাপ্তির জন্য দৌড় ঝাপ ও গনসংযোগ।
এরই ধারাবাহিকতায় কানাইঘাট উপজেলাতেও শুরু হয়েছে একই রকম উপজেলা পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য চেষ্টা তদবির।ঠিক তেমনি কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ অাওয়ামীলীগের মনোনয়ন মনোনয়ন প্রাপ্তির জন্য চেষ্টা তদবির চালিয়ে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসি নেতা খালেদ আহমেদ শাহিন। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, লন্ডন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহীন কানাইঘাট উপজেলার ব্রাক্ষণগ্রাম গ্রামের শহর উল্লাহরমাস্টারের ছেলে।
খালেদ আহমেদ শাহিন রাজনীতির পাশাপাশি লেখালেখির সাথেও জড়িত। তরুণ এ ছাত্রনেতা কানাইঘাটের সামগ্রিক উন্নয়নে অংশীদার হতে চান ভাইস চেয়ারম্যান হয়ে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অামার প্রিয় কানাইঘাটকে এগিয়ে নিয়ে যেতে চাই সমানতালে। নৌকা প্রতীক পাবার অাশা ব্যক্ত করে বলেন, দলের জন্য অনেক সময় শ্রম দিচ্ছি।
অাশা করি দল অামাকে তার মূল্যায়ন করবে। দল যদি মূল্যায়ন করে তবে জয়ের ব্যাপারে অামি শতভাগ অাশাবাদী, অার সুযোগ পেলে বদলে দেবো অামার প্রিয় কানাইঘাটকে। জামায়াত-বিএনপি অধ্যুষিত এই কানাইঘাট উপজেলা। তারপর ও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলে তৃনমূলের নেতা কর্মীরা আমার জন্য কাজ করে বিজয় ছিনিয়ে আনবে বলে বিশ্বাস করি।