সাইফুর রহমান, কুবি সংবাদদাতাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের ‘রসায়ন সপ্তাহ’র ফাইনাল ক্রিকেট পর্বে ১৩ তম ব্যাচ বিজয়ী হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সোমবার সকাল ১১টায় ৯ম ব্যাচ ও ১৩ তম ব্যাচের মধ্যকার এ খেলা অনুষ্ঠিত হয়েছে। এ ম্যাচে ১৩ তম ব্যাচ ৭৮ রানের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছে।
অন্তঃব্যাচ ক্রিকেট ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের সভাপতি ড. এ. কে. এম. রায়হান উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। এসময় রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক মোহাম্মদ জুলহাস উদ্দিন ও মোঃ মাছুম বিল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রসায়ন সমিতির নেতৃবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।