ব্রেকিং নিউজ

উত্তেজনাকর সুপার ওভারে ম্যাচ জয়ে যা বললেন মুশফিক

বিপিএল ষষ্ঠ আসরে সুপার ওভারে গড়াল খুলনা টাইটান্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ। আর সেই উত্তেজনাকর সুপার ওভার ম্যাচে জিতে নিয়েছে চিটাগং ভাইকিংস। ম্যাচ শেষে রবি ফ্রাইলিঙ্ককে প্রশংসায় ভাসিয়েছেন ভাইকিংস অধিনায়ক মুশফিক।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১১ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। সেই সুপার ওভারেও শেষ বলে তিন রানের প্রয়োজন হলে সেটি নিতে ব্যর্থ হয় স্টার্লিং। এসময় বল হাতে ছিলেন ফ্রাইলিঙ্ক। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিক বলেন,

‘দারুণ একটি ম্যাচ হয়েছে। এই ম্যাচ জয়ের কৃতিত্ব ফ্রাইলিঙ্ককে দিতেই হবে। চাপ ভালোভাবেই সামলিয়েছে ফ্রাইলিঙ্ক। এছাড়াও ইয়াসীর আলীও ভালো খেলেছে। দারুণ ক্যারিয়ার পড়ে আছে ভবিষ্যতে তার। আশা করছি সামনের ম্যাচগুলোতে বড় রান পাবে সে।’

তিনি আরও বলেন, ‘আমি সুপার ওভার থেকে শেষ বলে একরানকেই বেছে নিবো। জুনায়েদ খান বেশ ভালো বোলিং করেছে যা কিনা আমার কাজে এসেছে। এছাড়াও আমাদেরকে সমর্থন দেওয়ার জন্য দর্শকদের জানাই।’

Leave a Reply