ব্রেকিং নিউজ

যে কারনে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যায়নি তামিমকে

শহীদ আফ্রিদির (১০ রানে ৪ উইকেট) দুর্দান্ত বোলিংয়ের পর রাজশাহী যখন ১২৪ রানেই গুটিয়ে গেল তখনই মনে হচ্ছিল কুমিল্লার জয়টা সময়ের ব্যাপার মাত্র। ইনিংসের মাঝখানে ২২ রানে চার উইকেট হারিয়ে একটু জলঘোলা হলেও শেষ পর্যন্ত কুমিল্লাই জিতল। বিপিএলের দশ নম্বর ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

আগেই জানা গিয়েছিল স্টিভেন স্মিথ চোট নিয়ে দেশে ফিরে যাওয়ার কারণে কুমিল্লার হয়ে আজ মাঠে নামতে পারছেন না।

মনে করা হচ্ছিল স্মিথের অনুপস্থিতিতে তামিম ইকবালকে দেখা যাবে কুমিল্লাকে নেতৃত্ব দিতে। কিন্তু কুমিল্লার হয়ে তামিমের বদলে টস করেছেন ইমরুল কায়েস! বিস্ময়ই বটে!

১২৪ রানের জবাবে কুমিল্লা ব্যাটিং করতে নামতেই আরেকটা হালকা বিস্ময়। একি! ওপেনিংয়ে নেই তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ব্যাটসম্যান কী তবে ইনজুরি বা কোনো সমস্যাতে পড়লেন? এই শঙ্কার পক্ষে অবশ্য উপযুক্ত যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ রাজশাহীর ইনিংসের পুরোটা সময় ফিল্ডিং করতে দেখা গেছে তামিমকে।

পরে জানা গেল আসলে সমস্যার কারণে নয়, এনামুল হক বিজয়কে সুযোগ করে দেওয়ার জন্যই ওপেনিংয়ে ব্যাটিং করতে নামেননি তামিম। অভিজ্ঞ তামিমের এই আত্মত্যাগ শতভাগ কাজে লেগেছে। দুর্ভাগ্যবশত রান আউট হওয়ার আগে ৩২ বলে ৪টি চার ১টি ছয়ে ৪০ রান করেছেন এনামুল।

Leave a Reply