ফয়সাল হাবিব সানি, স্টাফ রিপোর্টার, জনগণের কণ্ঠঃ `কেউ পেয়ে যায় সাফল্য
আর কেউ করে যায় ধাওয়া,
শিক্ষা লাভের নন্দিত সুখ
হয়না কারো পাওয়া’- এমন অসংখ্য শ্লোকের স্রষ্টা, বশেমুরবিপ্রবির কৃতি ছাত্র, পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাঈদ।
নাজমুস সাঈদ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার হরিণগাছি গ্রামে ১৯৯৭ সালের চৌঠা জুন জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে বিশেষ ছোটগল্পকার হিসাব তিনি “গল্পতরু” উপাধিতে ভূষিত হন। ২০১৮ তে পান ‘প্রাপ্তি সাহিত্য স্বারক-২০১৮’।
এবার বৃহত্তর পরিসরে পা বাড়ালেন তিনি। তরুণ ঔপন্যাসিক হিসাবে তিনি পা বাড়াতে চলেছেন ২০১৯- এ। ‘অমর একুশে গ্রন্থমেলা-২০১৯’- এ তার প্রথম উপন্যাস “রংধনু” সাহিত্যদেশ প্রকাশনা থেকে প্রকাশিত হচ্ছে।
এ তরুণ ঔপন্যাসিক উপন্যাসের পাশাপাশি দীর্ঘদিন ধরে কবিতা চর্চাও করে অাসছেন। প্রথম উপন্যাস দিয়ে বন্ধুমহলে বেশ অালোচনায় এসেছে এই তরুণ। স্বপ্ন লেখালেখির মাধ্যমে মানুষের সামনে নিজের সুপ্ত পরিচয় উন্মোচন করা- এমনটিই জানিয়েছেন নাজমুস সাঈদ।