ব্রেকিং নিউজ

পুরাণের ঝড়ের পরেও জিতলো ঢাকা

সিলেট সিক্সার্সকে হারিয়ে টানা ৪ জয় নিশ্চিত করলো সাকিবের ঢাকা ডাইনামাইটস। শুরুতে ব্যাটিংয়ে নেমে রনি তালুকদারের ব্যাটে সিলেট সিক্সার্সকে ১৭৩ রানের টার্গেট দেয় ঢাকা। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে ওয়ার্নারের সিলেট। ফলে সিলেটকে ৩২ রানে হারিয়ে বিপিএলের এবারের আসরের টানা ৪ জয় নিশ্চিত করলো ঢাকা ডাইনামাইটস।

শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে হজরতউল্লাহ জাজাইয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ঢাকা ডায়নামাইটস। আরেক ওপেনার সুনীল নারাইন ২১ বলে দুটি চার আর দুটি ছক্কায় করেন ২৫ রান। তিন নম্বরে নামা রনি তালুকদার ৩৪ বলে ৫টি চার আর ৩টি ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন। দলপতি সাকিবের ব্যাট থেকে আসে ১৭ বলে তিন বাউন্ডারিতে ২৩ রান।

মাঝে কাইরন পোলার্ড ৩, আন্দ্রে রাসেল ৫, শুভাগত হোম ০ রানে বিদায় নেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আর নাইম শেখ জুটি গড়ে স্কোরবোর্ডে ৩২ বলে যোগ করেন ৪৮ রান। সোহান ১০ বলে ১৮ আর নাইম ২৩ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের পেসার তাসকিন ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট পান সোহেল তানভীর, আল আমিন হোসেন, অলোক কাপালি, আফিফ হোসেন। উইকেট পাননি নাসির হোসেন এবং সন্দীপ লামিচান।

১৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেটের তারকা ব্যাটসম্যান ওয়ার্নার। ইনিংসের প্রথম ওভারে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফেরান সাকিব। এরপর তিনে ব্যাটিংয়ে নামা আফিফ হোসেন ফেরেন শুভাগত হোমের বলে ক্যাচ তুলে দিয়ে। সুনীল নারিনের বলে শুভাগতর ক্যাচে পরিণত হন অন্য ওপেনার লিটন দাস। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি নাসির হোসেন। তাকে ১ রানের বেশি করতে দেননি সাকিব। দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি সাব্বির রহমান রুম্মন। মাত্র ১২ রানে ফেরেন তিনি। দলীয় ৩৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা সিলেট।

এরপর শুরু হয় নিকোলাস পুরাণের ঝড়। ৪৭ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার এই ঝড়ো ইনিংসে জয়ের আশা দেখলেও অবশেষে ৯ উইকেট হারিয়ে ১৪১ রানে থেমে যায় সিলেট সিক্সার্স। এতে টানা ৪ জয় পায় ঢাকা ডাইনামাইটস।

Leave a Reply