ব্রেকিং নিউজ

বিপিএলের প্রথম হ্যাটট্রিক করলেন কে এই ক্রিকেটার

মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএলের হাই ভোল্টেজ ম্যাচে রংপুর রাইডার্সকে বড় লক্ষ্য ছুড়ে দেয় সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।

টসে হেরে প্রথমে ব্যাট করে কাইরন পোলার্ডের ঝড়ো ৬২ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৩ রানের পুঁজি পায় ঢাকা। জেতার জন্য ১৮৪ রান দরকার ছিল রংপুর রাইডার্সের।

জবাবে ব্যাটিং করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। ফলে ২ রানে জয় পায় সাকিব আল হাসানের ঢাকা ডাইনামাইটস।

ম্যাচ শুরুর আগেও গুগলে খোঁজাখুঁজি করে পাওয়া গেলো না, কারন বয়সভিত্তিক দল কিংবা ঘরোয়া কোনোধরনের ‘ফার্স্টক্লাস’, ‘লিস্ট এ’ এবং টি২০তে এখনো খেলা হয়নি আলিস ইসলামের। আর সেই আলিসই বিপিএল অভিষেক করে ফেললেন হ্যাটট্রিক।

নিজের তৃতীয় ওভারের ৪র্থ, ৫ম মিথুন ও মাশিরাফিকে বোল্ড করেন আর শেষ বলে স্লিপে সাকিবের হাতে রেজাকে ক্যাচে পরিনত করেন এই তরুণ। আলিস তার ৪ ওভারে ৪ টি উইকেট নেন।

এর আগে মেহেদি মারুফ এবং ক্রিস গেইল মিলে রংপুরের শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের তৃতীয় ওভারের শুভাগত হোমকে ছক্কা হাঁকিয়ে ওভারের দারুণ শুরু করেন গেইল।এরপরের বলে লেগ বিফরের ফাঁদে পড়লে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়ে অবশ্য সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন গেইল।

তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাসেল এবং পোলার্ডের সম্মলিত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। পরের ওভারে বোলিংয়ে এসে মেহেদি মারুফকে ১০ রানে উইকেটের পেছনে ১০ রানে ক্যাচ দিয়ে বিদায় করেন রাসেল।

Leave a Reply