ব্রেকিং নিউজ

বিপিএলের ইতিহাসে যেসব লজ্জার রেকর্ড গড়লো কুমিল্লা

এবারের বিপিএল মাঠে গড়ালো গত ৫ই জানুয়ারী থেকেই। বিপিএলের নিজেদের ২য় ম্যাচে আজ লজ্জার রেকর্ড গড়লো তামিমের কুমিল্লা। এই ম্যাচে মাশরাফির রংপুরের বিপক্ষে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় তারা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৬.২ ওভারেই অলআউট হয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। বলা যায় মাশরাফি একাই প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। টি-টুয়েন্টি ফরম্যাটে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। চার ওভারে দিয়েছেন মাত্র ১১ রান এবং নিয়েছেন চারটি উইকেট। মাশরাফির সাথে বল হাতে দারুণ সঙ্গ দিয়েছেন স্পিনার নাজমুল হোসেন অপু। তিনি নিয়েছেন তিনটি উইকেট।

কুমিল্লার হয়ে দুই অংকের ঘরে শুধু একজনই গিয়েছেন। পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, যিনি ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন।

বিপিএলে সবচেয়ে কম দলীয় রান খুলনা টাইটান্সের। ২০১৬ সালে চতুর্থ আসরে রংপুরের বিপক্ষেই ১০.৪ ওভারে ৪৪ রানে অলআউট হয়েছিল খুলনা।

তালিকায় দ্বিতীয় স্থানটি বিপিএলের নিষিদ্ধ দল বরিশাল বুলসের। বিপিএলের তৃতীয় আসরে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ১৬ ওভারে ৫৮ রানে অলআউট হয়েছিল বরিশাল। আর এই আসরেই মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় সিলেট সুপার স্টার্স।

Leave a Reply