ব্রেকিং নিউজ

পৌষালী

টিটো মোস্তাফিজ

গরম ঘুমে ঘুমিয়ে ছিল,
আদ্যিকালের বুড়ো।
মেঘ মুলুকে থাকে,
সে তো হিমালয়ের খুড়ো।
আগুন মাসের নতুন ধানে,
উঠলে মেতে উৎসবে।

সুবাস গিয়ে ঘুম ভাঙ্গে তার,
হাড় কাঁপানর মচ্ছবে।
নামিয়ে দিয়ে লম্বা দাড়ি,
যায় সে চলে বাড়ি বাড়ি
খেজুর পাতা খুঁচপাতাড়ি,
চুইয়ে নেমে ভরবে হাঁড়ি।

চুলার পাশে গেলাস ভরা,
কাঁপা কাঁপা হাতে মুড়ি।
একলা খেলে পৌষে পিঠে,
তোমার সাথে আড়ি।

Leave a Reply