ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক ফুটবলে মেসিকে পেছনে ফেললেন ভারতের সুনিল ছেত্রি

ফুটবল যাদুকর লিও মেসি, আন্তর্জাতিক ফুটবলে এখনো দলকে বড় কোন সাফল্য এনে দিতে না পারলেও লীগের ফুটবলের কিংবদন্তী ম্যাজিশিয়ান মেসি, যাকে বলা হয় ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার। আর্জেন্টিনাকে এখনো বড় সাফল্য এনে দিতে না পারলেও দেশের হয়ে সর্বোচ্চ ৬৫টি গোল মেসিরই দখলে।

আন্তর্জাতিক ফুটবল খেলে ২০০টিরও বেশি দল, যেখানে আছে বাংলাদেশ, ভারত সহ এশিয়ার অনেক দল। ভারতীয় তারকা ফুটবলার সুনিল ছেত্রি এবার গোল সংখ্যায় ছাড়িয়ে গেলেন লিও মেসিকে।

গত রবিবার থাইল্যান্ডকে ৪-১ গোলে হারানোর ম্যাচে ২ গোল করেন ছেত্রি এবং এর মাধ্যমেই মেসির সমান ৬৫ গোল থেকে ৬৭ গোলের মালিক হন ছেত্রি, ছাড়িয়ে যান মেসিকে।

Leave a Reply