ব্রেকিং নিউজ

খুলনা টাইটান্সের সম্ভাব্য সেরা একাদশ ঘোষণা

আগামীকাল ৫ই জানুয়ারি রোজ শনিবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এ আসরকে সামনে রেখে এরই মধ্যে দলগুছানো শেষ করে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলো। দেশি-বিদেশি তারকাদের নিয়ে তুলনামূলক শক্তিশালী দল গঠন করেছে খুলনা টাইটান্স।

এই আসরে খুলনা টাইটান্সের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে মাঠ মাতাবেন লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্র্যাথওয়েট, ইয়াসির শাহ, ব্র্যান্ডন টেইলর, ডেভিড মালানের মতো বিদেশি তারকারা। আর দেশি তারকাদের মধ্যে থাকছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আরিফুল হক, জুনায়েদ সিদ্দিকীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। আগামী ৬ জানুয়ারি নিজদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইটান্স।

খুলনা টাইটান্সের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসাইন শান্ত, জহুরুল ইসলাম, ব্রেন্ডন টেলর, রুদারফোর্ড, মাহমুদুল্লাহ, কার্লোস ব্রাফেট, আরিফুল হক, আল আমিন, সুবাসিস রয়, ইয়াসির শাহ, তাইজুল ইসলাম।

খুলনা টাইটান্সের দল: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসাইন শান্ত, কার্লোস ব্রাফেট (উইন্ডিজ), ডেভিড ম্যালান (ইংল্যান্ড), আলী খান (যুক্তরাষ্ট্র), জহুরুল ইসলাম, তাইজুল ইসলাম, জহির খান (আফগানিস্তান), রুদারফোর্ড (উইন্ডিজ), লাসিথ মালিঙ্গা, (শ্রীলংকা), শরিফুল ইসলাম, ইয়াসির শাহ (পাকিস্তান), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), আল আমিন, সুবাসিস রয়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল আকন।

Leave a Reply