ব্রেকিং নিউজ

সাব্বির-নাসিরকে প্রধান নির্বাচকের কড়া বার্তা

ব্যস্ত একটা বছর পার করেছে বাংলাদেশ। বিদায়ী বছরে বাংলাদেশ দলের পারফরম্যান্স মূল্যায়ন করলে ইতিবাচক ফলটাই সামনে চলে আসবে। তবু তিন তিনটি ফাইনাল হারের আক্ষেপটা ঠিকই তাড়া করবেল টাইগারদের। সবমিলিয়ে বছরটা বাংলাদেশের জন্য ভালোই কেটেছে বলতে হবে।

শুরু হওয়া নতুন বছরে মাশরাফি-সাকিবদের জন্য অপেক্ষা করছে আরো বড় চ্যালেঞ্জ। বিদেশের মাটিতে অধিকাংশ সিরিজের পাশাপাশি আগামী মে-জুনে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। এর প্রস্তুতি হিসেবে ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড সফর এবং তারপর আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ।

বাংলাদেশ দলের জন্য নতুন বছরটা চ্যালেঞ্জ নিয়ে আসছে সেটা মানছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আজ বৃহস্পতিবার প্রচারমাধ্যমকে তিনি বলেছেন, ‘সবমিলিয়ে ২০১৯ সালে অনেক সিরিজ আছে। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিরিজ। নিউজিল্যান্ড সফরে তিনটি টেস্ট ম্যাচ দিয়ে আমাদের শুরু করতে হবে। সেই হিসেবে অনেক চ্যালেঞ্জিংভাবে বছরটি শুরু হচ্ছে।’

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন নির্বাসিত থাকা দুই ক্রিকেটার সাব্বির রহমান ও নাসির হোসেন। তাদের প্রতি প্রধান নির্বাচকের কঠিন বার্তা, ‘আমাদের পুলে যে ৪০ জন খেলোয়াড় আছে এদের মধ্যে ওরা অন্তর্ভুক্ত। সবার প্রতি সমান নজর দেওয়া হবে। কিন্তু যে যেই ফরমেটেই খেলুক না কেন, তাকে পারফর্ম করতে হবে।’

বিদায়ী বছরজুড়ে বিতর্কে ছিলেন সাব্বির। তার ওপর আলাদাভাবে নজর থাকবে প্রধান নির্বাচকের। নান্নু বলেছেন, ‘সাব্বির নিষেধাজ্ঞা থেকে বেরিয়ে এসেছে। ওকে খেলার চেয়ে নিজের দিকেই বেশি নজর দিতে হবে। বিশেষ করে শৃঙ্খলার ক্ষেত্রে; এই দিকটিও মনিটরিং করতে হবে। সবদিক থেকেই কিন্তু নজর দিতে হবে।’

প্রধান নির্বাচকের কথাগুলো কড়া হলেও সাব্বিরদের জন্য একরকম সতর্কবার্তা। বিষয়টা মাথায় নিয়ে তারা চলতে পারেন কিনা সেটাই আপাতত দেখার।

Leave a Reply