বিপিএল ২০১৯ এ রাজশাহী কিংসের অধিনায়ক ঘোষণা করা হয়েছে তরুন তুর্কি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। দলটি শাহরিয়ার নাফিজ, পাকিস্তানী মোঃ হাফিজ ও মোমিনুল হকের মতো ক্রিকেটার থাকলেও সবাই পেছনে ফেলে মিরাজই অধিনায়ক হয়েছেন। রাজশাহী কিংসের অফিসিয়াল ফেইসবুক পেজে পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধিনায়ক হওয়ার খবর শুনে মিরাজ এটাকে বড় দায়িত্ব মনে করছেন। নিজের জন্য এবং তার দলের জন্য সমর্থকদের দোয়া চেয়েছেন মিরাজ।
অন্যান্য দলগুলোর অধিনায়ক আগেই নির্ধারিত থাকলেও রাজশাহী কিংসের নেতৃত্ব কে দেবেন তা এতোদিন ধোয়াসাই ছিলো। অবশেষে মিরাজকে অধিনায়কের মাধ্যমেই শিরোপ জয়ের বড় স্বপ্ন রাজশাহীর।
দলটিতে বিদেশী ক্রিকেটারদের মধ্যে ইভান, জংকার, সেকুগে প্রসন্ন, উদানা, টেন ডেসকাট, মোঃ হাফিজ ও কায়েস আহমেদের পাশাপাশি দেশী মেহেদী হাসান মিরাজ, মোমিনুল হক, শাহরিয়ার নাফিজ, আরাফাত সানি, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুব এর মতো ক্রিকেটার রয়েছে।
পূর্বে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া সাবেক উইন্ডিজ অধিনায়ক ড্যারেন সামি এ বছর না থাকার কারনেই নেতৃত্ব শুণ্যতা তৈরী হয়েছিল রাজশাহীতে। স্যামির পরিবর্তে অধিনায়ক মিরাজের সামনে বড় চ্যালেঞ্জ এখন অধিনায়কত্ব সামলে ক্রিকেটার হিসেবে পারফর্ম করা। বয়সভিত্তিক দলের হয়ে অন্যতম সেরা অধিনায়কত্ব করা মিরাজ বিপিএলেও সফলতা অর্জন করবেন, এই প্রত্যাশা।