বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পর্দা উঠছে আগামী ৫ই জানুয়ারি। এই আসরকে সামনে রেখে এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিসিবি একাডেমি মাঠে দেশীয় ক্রিকেটারদের নিয়ে পুরোদমে অনুশীলন করেছে তারা।
গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দলটির অধিনায়কের দায়িত্বও তিনি পালন করেছেন। তার নেতৃত্বে বিপিএলের গত আসরে সেরা চারে খেলেছিল কুমিল্লা। এবারও নেতৃত্বের দায়িত্ব তার কাঁধেই উঠার কথা ছিল।
কিন্তু গত কয়েকদিন ধরে অধিনায়কের তালিকায় নতুন করে যোগ হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের নাম। এ আসরে কুমিল্লার হয়ে প্রথম দিকে চার ম্যাচ খেলার কথা থাকলেও পরবর্তীতে জানা যায় পুরো আসরেই স্মিথকে পাবে কুমিল্লা।
স্মিথের নেতৃত্ব গুণ নিয়ে গোটা ক্রিকেট বিশ্ব পঞ্চমুখ। আর দলে পেয়েও স্মিথের ক্রিকেট মস্তিষ্ক ব্যবহারের চেষ্টা করবে না কুমিল্লা, তা কিছুটা অস্বাভাবিকই বটে। দলীয় সূত্র থেকে জানা যায়, কুমিল্লার দায়িত্ব স্মিথের কাঁধেই দেওয়া হবে। তামিমও নাকি এমনটিই চাইছে।
তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গতকাল অনুশীলন শেষে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে সালাউদ্দিন বলেন, ‘এ বিষয়ে এখন কিছুই বলা যাবে না।’