আর মাত্র সপ্তাহখানেক বাকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আগামীকাল নির্বাচনের পর আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই শেষবারের মতো প্রতিটি দল তাদের দল গুছিয়ে নিচ্ছে। বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, আলেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স এর মত ক্রিকেটাররা।
তবে ওপেনিং এ সবচেয়ে বিপদজনক জুটি করেছে সিলেট সিক্সার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এবং রংপুর রাইডার্স। অন্য দল দের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে এই তিন দলের ওপেনিং জুটি। বিপিএল এর পুরো মৌসুম জুড়ে খেলবেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
তাই সিলেট সিক্সার্স এ লিটন কুমার এর সাথে ওপেনিং এ দেখা যাবে এই বিধ্বংসী ব্যাটসম্যান কে। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেখা যাবে তামিম ইকবাল এবং এভিন লুইজকে। রংপুরে খেলবেন অ্যালেক্স হেলস এবং ক্রিস গেইল।
বিপিএলে ৭ দলে ওপেনিং এ ব্যাটিং করবেন যারালিটন দাস এবং ডেভিড ওয়ার্নার (সিলেট সিক্সার্স)তামিম ইকবাল এবং এভিন লুইজ (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)এলেক্স হেলস এবং ক্রিস গেইল (রংপুর রাইডার্স)
লুক রনকি এবং মোহাম্মদ শেহজাদ (চিটাগাং ভাইকিংস)জাজাই এবং সুনিল নারিন (ঢাকা ডায়নামাইটস)সৌম্য সরকার এবং মমিনুল হক (রাজশাহী কিংস)
নাজমুল ইসলাম শান্ত এবং ব্রেন্ডন টেইলর (খুলনা টাইটান্স)