গেল বছরটা মোটেও ভালো কাটেনি সাব্বির রহমানের। বিতর্কে জড়িয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের কারণে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। মার্চে শেষ হবে সেই নিষেধাজ্ঞার মেয়াদ।
২০১৮ সাল শেষ। শুরু নতুন বছর। আর নতুন বছরটা নতুন করে সাজাতে চান সাব্বির। বিতর্ক কাটিয়ে বছরের প্রথম দিন ভালো হয়ে যাওয়ার প্রমিজই করলেন তিনি।
শনিবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দলগুলো নেমে পড়েছে অনুশীলনে। বসে নেই সিলেট সিক্সার্সও। মঙ্গলবার সিলেটের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সামনে আসেন সাব্বির। বিপিএলের প্রসঙ্গ ছাড়িয়েও উঠে আসে তার বিতর্কের বিষয়গুলো।
গেল বছরটা ভুলে যেতেই চাইবেন সাব্বির। কখনো গুনেছেন বড় অঙ্কের টাকা জরিমানা, নিষিদ্ধ হয়েছেন ঘরোয়া ক্রিকেটেও। সেই দুর্বিষহ সময়টা কিভাবে কাটালেন তিনি, ‘অনেক কঠিন, বিশেষ করে মানসিকভাবে। এই সময়ে এনসিএল খেলেছি, বিসিএল খেলেছি। অনুশীলন করেছি নিজের উদ্যোগে। বাসায় ছিলাম পরিবারের সঙ্গে। নিষেধাজ্ঞার প্রায় পাঁচ মাস হয়ে গেছে, আর এক মাস বাকি আছে। দেখি এবার বিপিএলটা কী হয়।’
তবে আর ক্যারিয়ারের সাথে বিতর্কটাকে টেনে নিতে চান না তিনি। তাই নতুন বছরের শুরুতেই প্রমিজ করলেন সামনে এগিয়ে যাওয়ার, ‘কাল রাতে প্রতিজ্ঞা করেছি, ২০১৮ আমার অনেক খারাপ কেটেছে। ভুলে গেছি। আজ নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি এখন।’
বিপিএলে সতীর্থ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে পাচ্ছেন সাব্বির। বিশ্বসেরা এই ব্যাটসম্যানের সাথে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়ে দারুণ রোমাঞ্চিত তিনি। সাব্বিরের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে আছেন ওয়ার্নারও। তার নিষেধাজ্ঞার মেয়াদও শেষ হবে মার্চে।
তবু ওয়ার্নারের অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে চান সাব্বির, ‘তিনি অনেক ভালো খেলোয়াড়। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তাঁর দলে থাকাটা ভালো একটা দিক। তাঁর মতো বড় খেলোয়াড়ের অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা যদি তাঁকে অনুসরণ করি, আমরা যদি বাকি ১০ জন সমর্থন দিতে পারি, তাহলে ভালো কিছু হবে।’