ব্রেকিং নিউজ

এবারের বিপিএলের সবচেয়ে ভয়ংকর দল সাকিবের ঢাকা ডাইনামাইটস

৫ জানুয়ারি ২০১৯ সালে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ৬ষ্ঠ আসর। বরাবরের মত এবারের আসরের অন্যতম প্রিয় দল ঢাকা ডাইনামাইটস। বিপিএলের পাঁচবারের আসরের মধ্যে চারবারই ফাইনাল খেলে ঢাকা তার মধ্যে তিনবার চ্যম্পিয়ন।

বর্তমান রানার আপরা গত আসর ২০১৭ তেও ফাইনালে মাশরাফির রংপুরের ফাইনালে এক গেইলের কাছেই হেরে যায়।

এবার ঢাকা ডাইনামাইটসের দেশি ক্রিকেটার মধ্যে সাকিব আার রুবেল ছাড়া বাকি সবাই ঘরোয়া লীগে ভাল খেলছে। তারা আসলে সুযোগের অপেক্ষায় আচগে বিপিএল দিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার।

ঢাকার শক্তিশালী দিক, দলে আছেন বাংলাদেশ অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যিনি ব্যাটে-বলে দুইটাতেই সমান তালে অবদান রাখতে পারেন।

অন্যদিকে আছেন ক্যারিবিয়ান তিন দানব সুনিল নারিন,রাসেল,পোলার্ড,তাদের সাথে আরেক ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল।

এছাড়া আফগান প্রিমিয়ার লিগে ঝড় তোলা ব্যাটসম্যান হযরতউল্লাহ জাজাই ও হতে পারেন ওপেনিংয়ের তুরুপের তাস

বোলিংয়ে সাকিব-নারিনের সাথে সাথে পেস এটাকে দেশীয়দের মধ্যে রুবেল হোসেনের সাথে আগেরবারের রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতানো কাজী অনিক। আর আন্দ্রে রাসেল তো থাকছেই।

তাই দেশি বিদেশী মিলে অনেকটা ব্যলেন্সড টিমই বলা যায় সাকিব আল হাসানের ঢাকাকে। এই দল নিয়ে শিরোপা প্রত্যাশা করতেই পারে ঢাকাবাসীরা।

বিপিএল ২০১৯ ঢাকা ডাইনামাইটস স্কোয়াড:ডাইনামাইটসের দেশি খেলোয়াড়:সাকিব আল হাসান (অধিনায়ক), রুবেল হোসেন, শাহাদাত রাজিব, নুরুল হাসান সোহান, কাজি অনিক, শুভাগত হোম, মিজানুর রহমান, আসিফ হাসান,নাইম শেখ, রনি তালুকদার

বিদেশী খেলোয়াড়:সুনিল নারিন, কিরেন পোলার্ড, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, হজরতউল্লাহ জাজাই, ইয়ান বেল, এন্ড্রু বিচ।

3

Leave a Reply