ব্রেকিং নিউজ

সিরাজগঞ্জের মাসুমপুরে মোস্তাফিজুর রহমান মহরের নেতৃত্বে ৪৭ বছরের ভোটের রেকর্ড ভঙ্গ

মোঃ জহির রায়হান-সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ-২ আসন সদর উপজেলার একাংশ ও কামারখন্দ উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ড, মাসুমপুর সরাকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও মাহমুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় নিয়ে গঠিত।

মাসুমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে স্বাধীনতারপর হতে কখনোই নৌকা প্রতীক জয়ী হতে পারে নাই। কিন্তু গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মহরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতা কর্মীদের ব্যাপক প্রচারনা জনসম্পৃক্ততা , অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না ও আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড ভোটারদের মাঝে সুষ্ঠু ভাবে তুলে ধরায় বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ী হয়েছে।

উক্ত কেন্দ্রে মোট ভোটার ৫হাজার ২৪১ জন । অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্নার নৌকা প্রতীক পেয়েছে ৪ হাজার ২৭৩ ভোট আর বিএনপির রুমানা মাহমুদের ধানের শীষ পেয়েছে মাত্র ২৩০ ভোট। যা বিগত ৪৭ বছরের রেকর্ড।

এ ব্যাপারে মোস্তাফিজুর রহমান মহর বলেন, “ সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন রতন , পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন ফিরোজ, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মাসুম, ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মুরাদ, যুবলীগ নেতা সুমন , জহির , শ্রমিক লীগ নেতা জুয়েল, সোহেল ও জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আলীমের সহযোগিতা এবং রাজনৈতিক মাঠে এদের সবার সহযোগিতায় উক্ত কেন্দ্রে আমরা সবাই মিলে আধুনিক সিরাজগঞ্জের রুপকার অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না ভাইয়ের বিজয় ছিনিয়ে আনতে পেরেছি। আমি আমার ওয়ার্ডের সকল ভোটারকে ধন্যবাদ জানাই কারন তারা স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করেছে ও স্বাধীনতা বিরোধী শক্তিকে পরাজিত করে সিরাজগঞ্জের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকায় ভোট দিয়েছেন”।

Leave a Reply