ব্রেকিং নিউজ

উইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে বড় দুঃসংবাদ পেলো বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা

বাংলাদেশ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট লিগ বিপিএলের ষষ্ঠ আসর শুরু হবে আগামী ৫ জানুয়ারি থেকে। অক্টোবরে অনুষ্ঠিত হওয়া ড্রাফটস থেকে ক্রিকেটারদের চূড়ান্ত করে ফেলেছে দলগুলো। কিন্তু এই শেষমুহুর্তে এসে বিড়ম্বনায় পড়তে হচ্ছে দলগুলোকে। এর মূল কারণ উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

উইন্ডিজ তাঁদের ওয়ানডে ক্রিকেটারদের বিপিএলের ষষ্ঠ আসরে খেলতে এনওসি দিচ্ছে না। আর প্রত্যেকটি দলে উইন্ডিজের ক্রিকেটার থাকায় শেষ মূহুর্তে এসে দল গুছানোর বিড়ম্বনায় পড়তে হচ্ছে। ছুটতে হচ্ছে বিকল্প ক্রিকেটারদের পিছনে। অনেক দল পেয়ে গেছে সেই বিকল্প ক্রিকেটার আবার অনেকে খুঁজে চলেছে।

সিলেট সিক্সার্সের উইন্ডিজ অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনকে এনওসি দেয়নি ক্যারিবীয় বোর্ড। তাই দলটি পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে ভিড়িয়েছে। এছাড়া নতুন নিয়মে আরও এক বিদেশী নেওয়ার সুযোগ থাকায় ইমরান তাহিরকে দলে টেনেছে দলটি। অপরদিকে রংপুরের উইন্ডিজ পেসার ওশানে থমাসের বদলি হিসেবে তারই স্বদেশী কর্টরেলকে ভেড়াতে হয়েছে। আরও এক বিদেশী কোটায় দলটি নিয়েছে জিম্বাবুয়ান অলরাউন্ডার উইলিয়ামসকে।

খুলনা উইন্ডিজ ক্রিকেটার রাদারফোর্ডের বদলি হিসেবে আইরিশ ব্যাটসম্যান পল স্টার্লিংকে দলে টেনেছে। অপর ক্রিকেটার হিসবে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে নিয়েছে দলে। অপরদিকে ঢাকার হয়ে খেলতে পারবেন না উইন্ডিজের নতুন ওয়ানডে অধিনায়ক রোভম্যান পাওয়েল। দলটি তাই এই ক্রিকেটারের বিকল্প খুঁজছে।

বিশ্বের ফ্রাঞ্চাইজি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টগুলোতে উইন্ডিজ ক্রিকেটারদের চাহিদা ব্যাপক, তাই প্রত্যেক দলের চোখ থাকে এই ক্রিকেটারদের উপর। কিন্তু উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে অনেকটা বিড়ম্বনায় পড়তে হয়েছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে। তবে উইন্ডিজ দলের টি-২০ ক্রিকেটাররা খেলতে পারবে বিপিএল।

Leave a Reply