প্রায় শেষের পথে ২০১৮ সাল। জয়-পরাজয় ও রেকর্ড গড়েই এ বছর শেষ করছে বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলো। চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় শীর্ষ দশে আছেন বাংলাদেশ দলের দুই স্পিনার। তারা হলেন- তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।
এ বছর ৭টি টেস্টে ৪৩টি উইকেট শিকার করেছেন তাইজুল। আর এতেই তালিকায় ছয় নম্বরে অবস্থান করছেন তিনি। অন্যদিকে ৮টি টেস্টে ৪১টি উইকেট শিকার করে এ তালিকায় সাত নম্বরে অবস্থান করছেন মিরাজ।
এখন ১১টি টেস্টে ৫০টি উইকেট শিকার করে এ তালিকায় শীর্ষে আছেন শ্রীলঙ্কান স্পিনার দিলরুয়ান পেরেরা। ১০ টেস্টে ৪৯ উইকেট নিয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তার সমান সংখ্যক ম্যাচ খেলে সমান সংখ্যক উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন।
১২টি টেস্টে এখন পর্যন্ত ৪৪টি উইকেট শিকার করা ভারতীয় পেসার মোহাম্মদ শামি এ তালিকায় চতুর্থ স্থানে আছেন। তালিকায় পঞ্চম স্থানে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ১২ টেস্টে ৪৩টি উইকেট শিকার করেছেন তিনি। ৯ ম্যাচে ৩৯ শিকার করে আট নম্বর অবস্থানে আছেন ভারতীয় পেসার জাস্প্রিত বোমরাহ।
৭ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাস নয় নম্বর অবস্থানে এবং ১১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে এ তালিকায় দশে আছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা।