মাহেলা জয়াবর্ধনের দল খুলনায় খেলার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পল স্টার্লিং। লঙ্কান কোচের কাছ থেকে অনেক কিছু শেখার প্রত্যাশা এই আইরিশম্যানের। তিনি বলেন,
‘খুলনা টাইটান্স আমার প্রতি আগ্রহ দেখিয়েছে, এই খবর শুনে উচ্ছ্বসিত হয়েছি। আমি ভিন্ন কিছু চিন্তা করি নি, আমি চোখ বন্ধ করে খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিপিএলের মত দারুন টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার সাথে সাথে আমি মাহেলার মত কোচের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। যিনি কিনা লঙ্কান ক্রিকেটে গত বিষ বছর ধরে অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন।’
‘দলটি গত দুই বছর প্লে অফে জায়গা করে নিয়েছে। দলে অনেক বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। অনেকের সাথে আমি খেলেছি গত ১০ বছর ধরে। এদের মধ্যে ডেভিড মালান রয়েছেন, যার অধীনে আমি মিডেলসেক্স কাউন্টিতে খেলছি।’
চলুন একনজরে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য খুলনা টাইটান্সের স্কোয়াড
বাংলাদেশি খেলোয়াড়:
মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল আমিন, শুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন।
বিদেশি খেলোয়াড়:
কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলী খান, জহির খান, শেরফান রাদারফোর্ড, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ , ব্রেন্ডন টেইলর, পল স্টার্লিং।