ব্রেকিং নিউজ

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট এরপর সুযোগ পেলেন যে ৪ ক্রিকেটার

আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এরইমধ্যে দল গোছানো হয়ে গেছে ফ্রাঞ্চাইজিগুলোর। গত ২৮ অক্টোবর আনুষ্ঠানিক নিলামের মধ্য দিয়ে ৭টি দলের খেলোয়াড় নির্ধারণ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের কাটা-ছেড়া। নতুন করে একাধিক ক্রিকেটার দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস। সেই প্রেক্ষিতে এবার রাজশাহী কিংসে যোগ দিলেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

ক্যারিয়ারের শেষ লগ্নে এসে দুর্দান্ত ফর্মে রয়েছে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দারুণ খেলে হয়েছেন সিরিজ সেরা। সেই সিরিজেই টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছোট ফরম্যাটের ক্রিকেটে খেলা এই তারকা এর আগেও বিপিএলে অংশ নিয়েছিলেন। ২০১৫ সালে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছেন তিনি।

তবে বিপিএলে সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভেন স্মিথ এবং দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির। বিশ্বের নানা প্রান্তে ফ্রাঞ্চাইজি লিগগুলো খেলে বেড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসা হয়নি ইমরান তাহিরের। টি-টোয়েন্টির অন্যতম এই জনপ্রিয় লিগের ষষ্ঠ আসরে যোগ দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই স্পিনার। সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

সব শেষ বিপিএলে খুব একটা সুবিধা করতে পারেনি সিলেটের দলটি। এবার প্রথম থেকেই চ্যাম্পিয়ন হবার পরিকল্পনা নিয়েই শক্তিশালী স্কোয়াড সাজানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাহিরের পাশাপাশি পাকিস্তানের মোহাম্মদ নওয়াজকেও দলে ভেড়ানো হয়েছে। তরুণ এই স্পিনিং অলরাউন্ডার প্রথমবারের মতো পাকিস্তানের বাইরে কোনো ফ্রাঞ্চাইজি লিগে অংশ নিচ্ছেন।

অন্যদিকে বিপিএল এর নিয়ম পরিবর্তন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ যোগ দিয়েছেন স্টিভেন স্মিথ। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্লেয়ার্স ড্রাফট আইন সংশোধন করেছে। ফলে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আর কোনো বাধা নেই এই অজি তারকার।

অথচ কিছুদিন আগেই বিসিবি জানিয়েছিল, বিপিএলে অংশ নিতে পারবেন না স্মিথ। আসেলা গুনারত্নের বিকল্প হিসেবে তাকে দলে নিয়েছিল কুমিল্লা। কিন্তু প্লেয়ার্স ডাফটের বাইরে থাকায় স্মিথের অন্তর্ভুক্তি নিয়ে আপত্তি তুলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো। শেষ পর্যন্ত প্লেয়ার্স ড্রাফট রুলস মানতে গিয়ে স্মিথ ইস্যুতে ভিক্টোরিয়ান্সকে ‘না’ বলে দেয় বিসিবি। কারণ, আইনে স্পষ্ট বলা আছে- ড্রাফটের বাইরে থাকা খেলোয়াড় নিতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের পরিচালনা পর্ষদ অবশ্য শুরু থেকেই স্মিথের ব্যাপার ইতিবাচক ছিল। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট মাতানো এই অজি তারকার কারণে টুর্নামেন্টের বাড়তি আকর্ষণ তৈরি হবে বলেই ধারণা তাদের।

Leave a Reply