১. ধোঁয়াশা
তোমায় ভেবে ভাঙছি আমি রোজ…
বরফগলা নদী বুকের মাঝে
ধোঁয়াশায় আবছা ও মুখ তবু
নাম জপেছি তোমার সকাল সাঁঝে!
ঝুম শ্রাবণে বৃষ্টি জ্বালায় শরীর…
ভাঙে পাহাড় মিশতে নদীর বাঁকে
মোহাচ্ছন্ন দরিয়া উপচে পড়ে নেশায়
বৃষ্টি ফোঁটা সে খোঁজ কি আর রাখে!
জন্মান্তরে বিশ্বাস নেইকো কিছু
এই জনমের হতে আছি রাজি
সুদ আসলে মিলাও ভালোবাসা
বিশ্বাসটুকু ধরবো আমি বাজি…
জানি বুঝবে না এই আমার নিরবতা
সম্মোতিতে আটকে আছি আজো
চোখের ভাষা হাজার কথা বলে
অন্ধ তুমি, রাখোনি তার খোঁজো…
এস্ট্রে জমা পোড়া সিগারেট
বাড়ছে ধোঁয়া ক্রমশ অভিমানে
হৃৎপিন্ড খুবলে খেয়ে খেয়ে
কোথায় আগায় সেই শুধু তা জানে!
২. ত্রিকোণ প্রেম
আমি চাই না তুমি চাঁদের মত হও…
চাঁদ সেতো কাছের হলেও যোজন দূরের…
প্রেমিকা মহলে তোমার চর্চার গুঞ্জনে শুনে
বলো আমার বুঝি হিংসে হবে না!
তোমার ওই স্নিগ্ধ আলো অন্য রমনীর
শরীরে যখন দাগ কাটে…
এলো চুল এলিয়ে তোমাকে পাবার
প্রবল বাসনায় লীন হয়ে যায়…
বলো আমার কি হিংসে হবে না!
ত্রিকোণ প্রেমে আমি পারব না
তোমাকে দ্বিখণ্ডিত করতে…
তাতে যদি কেউ আমাকে হিংসুক বলে
কলঙ্কিনী ভেবে ছুঁড়ে দেয় দূরে
আমি মেনে নেব সে অপবাদ।