ব্রেকিং নিউজ

সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো দশ ক্রিকেটার যারা

প্রায় শেষের পথে ২০১৮ সাল। জয়-পরাজয় ও রেকর্ড গড়েই এ বছর শেষ করছে বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলো। পাঠকদের জন্য আজ থাকছে ২০১৮ সালের ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় হাঁকানো দশ ক্রিকেটারদের তালিকা।

একনজরে দেখে নিন তালিকাটি-

১। রোহিত শর্মা (১৯ ম্যাচে ৩৯টি ছয়)

২। জনি বেয়ারস্টো (২২ ম্যাচে ৩১টি ছয়)

৩। শিমরন হেটমায়ার (১৮ ম্যাচে ৩০টি ছয়)

৪। ক্রিস গেইল (৯ ম্যাচে ২২টি ছয়)

৫। ব্রেন্ডন টেইলর (২১ ম্যাচে ২২টি ছয়)

৬। ইয়েন মরগান (২২ ম্যাচে ২১টি ছয়)

৭। জেসন রয় (২২ ম্যাচে ২১টি ছয়)

৮। সিকান্দার রাজা (১৮ ম্যাচে ২০টি ছয়)

৯। জস বাটলার (২৩ ম্যাচে ১৯টি ছয়)

১০। মোহাম্মদ শাহজাদ (১৮ ম্যাচে ১৭টি ছয়)

Leave a Reply