ব্রেকিং নিউজ

বছরের সেরা ফিল্ডিং করে বিশ্বকে তাক লাগালেন এই টাইগার

২০১৮ সালে বাংলাদেশের আর কোন ম্যাচ নেই। টেস্ট, টুয়েন্টি কিংবা ওয়ানডে কোন ম্যাচই নেই টাইগারদের। তবে ২০১৮ সালটি দুর্দান্ত কেটেছে টাইগারদের জন্য। দারুন কিছু মুহুর্ত এসেছে এই বছরেই।ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি বাংলাদেশের এই বছরে আলোচিত ছিল ফিল্ডিং। আর ফিল্ডিংয়ে এই বছর বাংলাদেশের হয়ে কোন তারকা কতটি ক্যাচ নিয়েছে চলুন দেখি তা।

মেহেদী হাসান মিরাজ এই বছরে টেস্টে বাংলাদেশি খেলোয়ারদের মধ্যে সবচেয়ে বেশি আটটি ক্যাচ নিয়েছেন। টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ৭টি ক্যাচ নিয়েছেন লিটন দাস। মুমিনুল হকও ক্যাচ নিয়েছেন ৭টি। তবে তিনি ম্যাচ খেলেছেন একটি বেশি। ইমরুল কায়েস এই বছর বাংলাদেশের হয়ে টেস্টে ৫টি ক্যাচ নিয়েছেন।

ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ক্যাচ নিয়েছেন আটটি। দ্বিতীয় সর্বোচ্চ ৭ ক্যাচ নিয়েছেন সাব্বির। তিনে আছেন মিরাজ। তিনি ক্যাচ নিয়েছে ৬টি। রুবেল হোসেনও ক্যাচ নিয়েছেন ৬টি।

টি-টুয়েন্টিতে সবচেয়ে বেশি ক্যাচ লিটন দাসের। তিনি ক্যাচ নিয়েছেন সাতটি। দ্বিতীয় সর্বোচ্চ ৬টি নিয়েছেন সাব্বির। সৌম্য সরকারও ক্যাচ নিয়েছেন ৬টিকরে। পাঁচটি ক্যাচ নিয়েছেন আরিফুল, মিরাজ ও রিয়াদ। তামিম নিয়েছেন চারটি ক্যাচ।

Share
Facebook Twitter Google + Stumbleupon

Leave a Reply