শুরুর দিকে টেস্ট হারার কারণ ছিল দলীয় ব্যাটিং ব্যর্থতা। ঘরের মাঠে এবং বাইরে- যেকোনো ভেন্যুতেই দৃষ্টিকটু ছিল ব্যাটসম্যানদের ব্যাটিং। শেষদিকে যা অনেকটা কাটিয়ে উঠে সমর্থকদের স্বস্তি এনে দিয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। রানের ধারায় ফিরেছেন দেশ সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক ও টানা ফর্মহীনতায় ভোগা মাহমুদউল্লাহ রিয়াদও। পাশাপাশি দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম এ বছরই অপরাজিত ২১৯ রান করে বনে গিয়েছেন দেশের হয়ে টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে সারা বছরই আলো ছড়িয়েছে স্পিনাররা। একের পর এক রেকর্ড ভেঙে গড়েছেন তাইজুল ইসলাম-মেহেদী হাসানরা। অভিষেকে চমক দেখিয়েছেন নাঈম হাসানও। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট শিকার করে রেকর্ড বুকে নিজের নামও লিখিয়ে নিয়েছেন সদ্যই ১৮-তে পা দেয়া নাঈম।
ওপেনিংয়ে তামিমের যোগ্য একজন উত্তরসূরির দেখাও মিলেছে এ বছর। ইমরুল কায়েস, সৌম্য সরকারদের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় একরকম হুট করেই টেস্ট দলে অভিষেক হয়ে যায় সাদমান ইসলাম অনিকের। ঢাকার মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে তিনি ৭৬ রানের দারুণ টেস্টসুলভ ইনিংস খেলে ইতিমধ্যেই বার্তা দিয়ে রেখেছে নির্বাচকদের।
ফিরে দেখা-২০১৮ এর আজকের পর্বে জাগরণ পাঠকদের জন্য চলতি বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরা হলো:
২০১৮ সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান:
ম্যাচ সংখ্যা | ৮ |
ঘরের মাঠে | ৬ |
বিদেশের মাঠে | ২ |
জয় | ৩ |
পরাজয় | ৪ |
ড্র | ১ |
জয়ের হার (%) | ৩৭.৫ |
সর্বোচ্চ রান সংগ্রাহক
ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস | রান | গড় | ৫০ | ১০০ | ০ | সর্বোচ্চ | স্ট্রাইকরেট |
মুমিনুল হক | ৮ | ১৫ | ৬৭৯ | ৪৪.৮৭ | ০ | ৪ | ৩ | ১৭৬ | ৬৬.৩১ |
মুশফিকুর রহিম | ৮ | ১৫ | ৪৯০ | ৩৫ | ১ | ১ | ১ | ২১৯ | ৪৯.২৫ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ৮ | ১৫ | ৪৭৬ | ৩৯.৬৭ | ১ | ২ | ৩ | ১৩৬ | ৫৪.৭১ |
|
বড় ব্যবধানে জয়
ব্যবধান | প্রতিপক্ষ | ভেন্যু |
ইনিংস ও ১৮৪ রানের জয় | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর |
২১৮ রানের জয় | জিম্বাবুয়ে | মিরপুর |
৬৪ রানে জয় | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর |
সবচেয়ে বড় ব্যবধানে হার
ইনিংস ও ২১৯ রানের হার | ওয়েস্ট ইন্ডিজ | অ্যান্টিগা |
২১৫ রানে হার | শ্রীলঙ্কা | মিরপুর |
১৬৬ রানে হার | ওয়েস্ট ইন্ডিজ | জ্যামাইকা |
দলীয় সর্বোচ্চ রান
রান | প্রতিপক্ষ | ভেন্যু |
৫২২/৭ | জিম্বাবুয়ে | মিরপুর |
৫১৩/১০ | শ্রীলঙ্কা | চট্টগ্রাম |
৫০৮/১০ | ওয়েস্ট ইন্ডিজ | মিরপুর |
দলীয় সর্বনিম্ন রান
রান | প্রতিপক্ষ | ভেন্যু |
৪৩/১০ | ওয়েস্ট ইন্ডিজ | অ্যান্টিগা |
১২৩/১০ | শ্রীলঙ্কা | মিরপুর |
১৪৩/১০ | জিম্বাবুয়ে | সিলেট |
সর্বোচ্চ রানের ইনিংস | সেরা বোলিং ফিগার | ||
মুশফিকুর রহিম | ২১৯ | মেহেদী হাসান মিরাজ | ৭/৫৮ |
মুমিনল হক | ১৭৬ | সাকিব আল হাসান | ৬/৩৩ |
মুমিনল হক | ১৬১ | তাইজুল ইসলাম | ৬/৩৩ |
সর্বোচ্চ সেঞ্চুরি | সর্বোচ্চ ফিফটি | ||
মুমিনল হক | ৪ | সাকিব আল হাসান | ২ |
মাহমুদউল্লাহ রিয়াদ | ২ | লিটন কুমার দাস | ২ |
মুশফিকুর রহিম | ১ | মুশফিকুর রহিম | ১ |