ব্রেকিং নিউজ

যে কারণে ২০১৯ সালে ২ বার বিপিএল অনুষ্ঠিত হবে

চলতি বছরে নির্বাচনের কারণে মাঠে গড়ায়নি বিপিএল। তবে চলতি বছরে অনুষ্ঠিতব্য এই আসরটির ঠাই হয়েছে আসছে নতুন বছরের জানুয়ারিতে। শুরু হওয়ার কথা আগামি পাঁচ জানুয়ারিতেই। তবে আসছে আসরের দামামা বাজতে না বাজতেই নতুন সুখবর দিলো বিসিবি।

আসছে বছরেই মাঠে গড়াবে বিপিএলের আরও একটি আসর । বিপিএলে ষষ্ঠ আসর শুরু হবে পাঁচ জানুয়ারি। অন্যদিকে সপ্তম আসর শুরু হবে চলতি বছরের নভেম্বরে। বিসিবির পছন্দের সময়ে। যেহেতু চলতি বছর বিপিএল হচ্ছেনা তাই এবছরেরটি সহ পরবর্তি বিপিএলের আসরও হবে ২০১৯ সালেই।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমেটির চেয়ারম্যান জালাল ইউনুস । সাধারণত বিপিএল মাঠে গড়ায় নভেম্বরে। এ সময় আন্তর্জাতিক খুব একটা চাপ থাকেনা। তাই ২০১৯ সালে দুটি আসর আয়োজনের সিদ্ধান্ত বিসিবির।

আজ এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে জালাল ইউনুস বলেন, আমরা সকল ফ্রাঞ্চাইজির সাথে কথা বলেছি। যেহেতু এবছর হচ্ছেনা। তাই ২০১৯ সালে দুটো আসরেই খেলতে প্রস্তুত তারা ’

Leave a Reply