নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ “নৌকায় ভোট দিন, উন্নয়ন দেবো” কথাটি বলেছেন নাটোর-২ সদর (নাটোর সদর-নলডাঙ্গা) সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ‘শফিকুল ইসলাম শিমুল’। আজ সারাদিন নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেন তরুণ এই নৌকার মাঝি।
তিনি গণসংযোগের পাশাপাশি বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন। ইউনিয়নের ১ নং ওয়ার্ড রামশার কাজিপুর গণসংযোগ শেষে বিকেলে গ্ৰামের কামার পাড়া মোড়ে এক পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি সারাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান।
এসময় আরো উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. সিরাজুল ইসলাম (পিপি), যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা বাবলু, শরিফুল ইসলাম রমজান(নাটোর সদর উপজেলা চেয়ারম্যান), দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদার রহমান মাসুদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম ফকরুদ্দিন ফুটু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।