ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবারের টি-টুয়েন্টিই ছিল চলতি বছর বাংলাদেশর শেষ আন্তর্জাতিক ম্যাচ। বছরের বাকি ক’টা দিন আর ব্যস্ততা নেই সাকিব-মাশরাফিদের। তবে নতুন বছরে বেশ ব্যস্ত সূচিই অপেক্ষা করছে টাইগারদের জন্য। আগামী বছর ইংল্যান্ডে বসবে বিশ্বকাপ ক্রিকেটের আসর।
তার আগে অবশ্য ফেব্রুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নেমে পড়বে টাইগাররা। ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুসারে নিউজিল্যান্ড সফর দিয়ে বছর শুরু করবে বাংলাদেশ। ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে ২০ মার্চ পর্যন্ত ৩টি করে ওয়ানডে ও টেস্ট খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরের সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০১৮-১৯ মৌসুমের ক্রিকেট সূচি প্রকাশ করে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তিন টেস্ট ও তিন ওয়ানডে সিরিজ খেলতে আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড যাবে টাইগাররা।
এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হ্যামিল্টনে শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। আর ৮ মার্চ থেকে দ্বিতীয় টেস্ট ওয়েলিংটনে। তৃতীয় টেস্ট হবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে।
তবে এই সিরিজকে সামনে রেখে মাশরাফি বিন মর্তুজার সফর শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে হবে নেপিয়ারে। দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে। আর তৃতীয় ওয়ানডে হবে ২০ ফেব্রুয়ারি ডুনেডিনে।
প্রায় দীর্ঘ ১১ বছরের অপেক্ষার ইতি টেনে সফরটি দিয়ে বিদেশের মাটিতে আবারও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ পাবে টিম-টাইগাররা।
এক নজরে টাইগারদের নিউজিল্যান্ড সূচি:
ওয়ানডে সিরিজ:
প্রথম ওয়ানডে ১৩ ফেব্রুয়ারি
দ্বিতীয় ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি
তৃতীয় ওয়ানডে ২০ ফেব্রুয়ারি
টেস্ট সিরিজ:
প্রথম টেস্ট ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ
দ্বিতীয় টেস্ট ৮-১২ মার্চ
তৃতীয় টেস্ট ১৬-২০ মার্চ