মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন বিএনপি মনানীত ও জাতীয় ঐক্যফ্রট সমর্থিত প্রার্থী শহীদুল ইসলামের (সরকার শহীদ) বাড়ী আক্রমন ও বিএনপি অফিসে হামালার প্রতিবাদে সংবাদ সম্মলন করা হয়েছে।
২৪ ডিসেম্বর (সোমবার) সকালে দলীয় কার্যালয়ে আয়ােজিত সংবাদ সম্মেলনে অভিযােগ করা হয় আওয়ামীলীগের সভাপতি মাে.সিদ্দিক হােসন খানের নেতৃত্বে নৌকা মার্কার কর্মীরা রবিবার রাতে হামলা চালিয়ে বাসা, অফিস, দােকানপাট ভাংচুর, লুটপাট এবং গুলি বর্ষণ করে। এছাড়াও ৮/১০টি গায়েবী মামলা করে প্রায় ৬ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদুল ইসলাম (সরকার শহীদ)। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযােদ্ধা মাে.আব্দুস সামাদ, ধনবাড়ী নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ হাবিবুল্লা ফকির, মধুপুর নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব মাে.আব্দুল লতিফ পান্না, ধনবাড়ী নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব এস.এম সােবহান, প্রধান নির্বাচনী এজেন্ট
মো.ফজলুল হক মনি, সদস্য হুমায়ূন কবির, সদস্য আলহাজ খলিলুর রহমান, আইন উদ্দিন, যুবদলের অাহ্বায়ক মাে.আ.মান্নান প্রমূখ।