নলডাঙ্গা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নে নাটোর-২ সদর (নাটোর-নলডাঙ্গা) আসনের নৌকার প্রার্থী ‘আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল’ এর নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ উপলক্ষ্যে ১ নং ওয়ার্ড রামশার কাজিপুর গ্ৰামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
আগামী ২৪ ডিসেম্বর সোমবার, ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ ও বেশ কয়েকটি পথসভায় বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক এস এম ফিরোজ। বিকাল ৪ ঘটিকায় রামশার কাজিপুর কামার পাড়া মোড়ের পথসভা সফল করার লক্ষ্যে আজ বিকেলে কামার পাড়া মোড় ও আমতলী বাজারে পৃথক দুইটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন, অধ্যাপক এস এম ফিরোজ সহ নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম ফকরুদ্দিন (ফুটু মাস্টার), ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাদশা, সহ-সভাপতি আলী আজগর, সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেলিম মাস্টার প্রমূখ।