আতিকুর রহমান কাযিন,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিশোরগঞ্জ-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদের নির্বাচনী প্রচারণায় এক মঞ্চে পাঁচ তারকা নৌকা মার্কায় ভোট চেয়েছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) বিকালে কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে নূর মোহাম্মদ ফ্যান ক্লাবের আয়োজনে এক নির্বাচনী তরুণ সমাবেশ অনুষ্ঠিত।
এসময় উপস্থিত তারকারা বলেন, আমরা সকলে নূর মোহাম্মদের নির্বাচনী প্রচারণা আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। আমাদের সকলের প্রত্যাশা আপনারা আগামী ৩০ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে একজন সৎ,নিষ্ঠাবান ও মহৎ লোক নূর মোহাম্মদকে ভোট দিয়ে জয় নিশ্চিত করে বিজয়ের মালা গলায় পড়াবেন।
এসময় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ নূর অমিত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এনামুল হক বাবু,ছাত্রনেতা সোহেল আহম্মেদ,যুব মহিলা লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান,প্রিয়দর্শিনী মডেল-অভিনেত্রী তানভীন সুইটি,নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ,অভিনেত্ররী বিজরী,জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।