ফয়সাল হাবিব সানি বাংলা ভাষার সমসাময়িক সময়ের অন্যতম প্রতিভাবান তরুণ কবি। যৌবনের অধিকাংশ সময় বিলিয়ে চলেছে ভুবনরাঙা সাহিত্যের পেছনে। কবিতা লিখে ইতোমধ্যেই পাঠকমহলের সামনে অাসতে সমর্থ হয়েছে। গেলো `অমর একুশে গ্রন্থমেলা-২০১৮’- তে প্রকাশিত হয়েছে তার চারটি কবিতাগ্রন্থ; রয়েছে তার প্রথম কবিতাগ্রন্থ “দাবানল”- এর ২য় সংস্করণও। বর্তমান সময়ে তিনি তারুণ্য, প্রেম ও বিষণ্নতার কবি হিসেবেই পরিচিত। লেখালেখি শুরু করেছিলো সেই ২০১১ সালে যখন তার কবিতা প্রকাশের কোনো মাধ্যমই ঘটেনি এই অবহেলিত কবি’র ভাগ্যে! তবুও হাল ছেড়ে দেয়নি কবি ফয়সাল হাবিব সানি। বিশ্বাস করেছে, এই কবিতায় একদিন তাকে অনেক বড়ো করে তুলবে, মানুষের মাঝে চির ভাস্বর করে রাখবে তার কর্ম ও সাধনাকে।
ফয়সাল হাবিব সানি’র প্রথম কবিতাগ্রন্থ “দাবানল” ও “দাবানল”- এর ২য় সংস্করণের মধ্যে কবি যেমন সমাজের অসঙ্গতি, বিশৃঙ্খলাতার বিরুদ্ধে অশনি সংকেত এনেছেন তার লেখায়, অতি অল্প বয়সে অাগুনঝরা বিপ্লব ও বিদ্রোহ ঘোষণা করেছেন, তেমনি তার রচিত “নির্বাচিত পঞ্চাশ প্রেমের কবিতা” ও “অপ্রকাশিত কথন” গ্রন্থ দুটির মধ্যে প্রেম, বিরহ, বিচ্ছেদের যথার্থ নিবেদন ও সংবেদন পরিস্ফূটিত হয়েছে। এছাড়াও তার অধিকাংশ কবিতাতেই রয়েছে গভীর বিষণ্নতার ছাপ। জীবনের কাছে বারবার হেরেও যেন মানুষের ভালোবাসায় জিতে অাছে এই কবি। বিষণ্ণতা প্রচণ্ডভাবে গ্রাস করেছে তার ব্যক্তিগত জীবন ও কবিত্বে। তারপরও এই কবি স্বপ্ন দেখে চলেছে সুন্দর, শাশ্বত, নির্মল এক পৃথিবীর।
বয়সের তুলনায় সময়ের সবথেকে কম বয়সী সম্ভাবনাময় কবিই বলতে হচ্ছে তাকে। তার লেখনী সত্যিই পাঠককে বিস্মিত করার মতো, অভিভূত ও পুলকিত করার মতো। তার লেখনী সবসময়ই প্রবাহিত হয়েছে সত্য, কল্যাণ ও ন্যায়ের পথে।